গরমের দিনে পোশাক বাছাই করা মানেই সবচেয়ে বড় চিন্তা। কী পরলে আরামও মিলবে আবার স্টাইলও থাকবে ঠিক মতো। অনেকেই টিউনিক, টপস আর কুর্তি নিয়ে একটু দ্বিধায় পড়ে যান। কারণ তিনটিই দেখতে সুন্দর, কিন্তু গরমে কোনটা বেশি কমফোর্ট দেয় সেটা বুঝে ওঠা সহজ নয়। আসলে ফেব্রিক, কাট আর ডিজাইনের ওপরেই নির্ভর করে কোন পোশাকে মিলবে সারাদিনের স্বস্তি। এই লেখায় থাকছে গরমের জন্য টিউনিক, টপস আর কুর্তির সুবিধা-অসুবিধার সহজ তুলনা, যাতে আপনি নিজের জন্য ঠিকটা বেছে নিতে পারেন।
গরমে পোশাক বাছাইয়ের মূল চ্যালেঞ্জ
গরমকালে বাইরে বের হওয়া মানেই প্রথম চিন্তা হয়ে যায় আজ কী পরব? শুধু স্টাইলিশ কিছু পরলেই হবে না, সেই পোশাকে যেন সারাদিন আরামও পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় পছন্দের পোশাকটা হয়তো দেখতে সুন্দর, কিন্তু গরমে ঘেমে গিয়ে অস্বস্তি বাড়িয়ে দেয়। তাই গরমে পোশাক বাছাইয়ের আসল চ্যালেঞ্জ হলো একসাথে আরাম আর স্টাইল মেলানো।
আরাম বনাম স্টাইল কোনটা আগে ভাববেন?
অনেকেই শুধু স্টাইলের দিকে তাকিয়ে পোশাক বেছে নেন, আবার কেউ কেউ শুধু আরামের দিকেই মনোযোগ দেন। আসলে, দুটোরই ব্যালান্স জরুরি। সারাদিনের ব্যস্ততায় অস্বস্তি নিয়ে স্টাইল করে লাভ নেই, আবার পুরোপুরি স্টাইল বাদ দিয়ে শুধুই আরামের খোঁজ করলেও লুকটা অসম্পূর্ণ লাগে। তাই গরমে এমন পোশাক বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ যেটা দেখতে সুন্দর, আবার পরতে একেবারেই হালকা আর স্বস্তিদায়ক।
ফেব্রিক ও কাট কতটা জরুরি
গরমে কোন পোশাকে আরাম পাবেন, তার সবচেয়ে বড় ফ্যাক্টর হলো ফেব্রিক। সুতি, লিনেন, হালকা ভিসকস বা জর্জেট ফেব্রিক শরীর ঠান্ডা রাখে, সহজে ঘাম শুকিয়ে দেয়। বিপরীতে, ভারী ফেব্রিক বা সিনথেটিক কাপড়ে ঘাম জমে গরম আরও অসহ্য মনে হয়।
আরেকটা বিষয় হলো কাট। ঢিলেঢালা কাটের পোশাক গরমে বাতাস চলাচল সহজ করে, ফলে আরাম লাগে বেশি। টাইট-ফিটেড পোশাক গরমে দ্রুত অস্বস্তি তৈরি করে। তাই ফেব্রিকের পাশাপাশি কাটও মাথায় রেখে পোশাক বেছে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ।
টিউনিক, টপস আর কুর্তি পার্থক্য কোথায়?
অনেকেই টিউনিক আর কুর্তিকে একই রকম ভেবে ফেলেন, কিন্তু আসলে এদের মধ্যে কিছু স্পষ্ট পার্থক্য আছে। টিউনিক সাধারণত হাঁটু বা তার একটু ওপরে লম্বা হয় এবং বেশি ক্যাজুয়াল লুক দেয়। অন্যদিকে কুর্তি একটু বেশি ট্র্যাডিশনাল, লম্বায় সাধারণত হাঁটুর নিচে থাকে এবং ডিজাইনে থাকে এথনিক ছোঁয়া। আর টপস তুলনামূলক ছোট, সাধারণত কোমর পর্যন্ত হয়, যা সহজেই জিন্স, ট্রাউজার বা স্কার্টের সঙ্গে মানিয়ে যায়। তাই টিউনিক, টপস আর কুর্তি তিনটি দেখতে কাছাকাছি হলেও ব্যবহার ও স্টাইলে আলাদা আলাদা বৈশিষ্ট্য রাখে।
টিউনিক: আরাম আর ক্যাজুয়াল লুকের জন্য
গরমকালে টিউনিক অনেকের প্রিয় পোশাক। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা দেখতে যেমন স্টাইলিশ, তেমন পরতেও ভীষণ আরামদায়ক। বিশেষ করে সামার টিউনিক হালকা ফেব্রিক দিয়ে তৈরি হয়, যা গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। ঢিলেঢালা কাট আর সহজ ডিজাইনের কারণে সারাদিন ব্যস্ততা থাকলেও বিরক্তিকর অস্বস্তি তৈরি হয় না।
হালকা কাটে ভরসা
টিউনিক সাধারণত লুজ কাটের হয়ে থাকে, তাই শরীরের সঙ্গে খুব আঁটসাঁট লাগে না। গরমে এই ফ্লোয়ি কাট অনেকটাই স্বস্তি এনে দেয়। লিনেন, কটন বা জর্জেটের মতো ফেব্রিকে বানানো টিউনিক হলে শ্বাস নিতে সুবিধা হয়, ঘাম শুকায় তাড়াতাড়ি। তাই দীর্ঘ সময় বাইরে থাকলেও সহজেই কমফোর্ট বজায় থাকে।
টিউনিকের সবচেয়ে ভালো দিক হলো, এটা সহজেই ভিন্ন ভিন্ন লুকে মানিয়ে যায়। অফিসে ফরমাল লুক চাইলে লেগিংস বা প্যান্ট স্টাইল পালাজোর সঙ্গে মানানসই টিউনিক বেছে নিতে পারেন। আবার বন্ধুদের সঙ্গে আড্ডা বা ক্যাজুয়াল আউটিংয়ে জিন্সের সঙ্গে টিউনিক একেবারে পারফেক্ট। বলতে গেলে, টিউনিক এমন এক পোশাক যা একসাথে স্টাইল আর আরাম দুটোই মেলাতে পারে।
টপস: স্টাইলিশ অপশন
গরমে হালকা ও স্টাইলিশ লুক চাইলে টপস সবসময়ই সেরা পছন্দ। এটা এমন এক পোশাক, যা একদিকে ক্যাজুয়াল লুক দেয়, আবার চাইলে সেমি-ফরমাল ভাবেও পরা যায়। নানা ডিজাইন, কাট আর রঙে টপস পাওয়া যায় বলে সহজেই নিজের পছন্দমতো লুক তৈরি করা যায়।
জিন্স, লেগিংস বা স্কার্ট – সবখানেই মানায়
টপসের সবচেয়ে বড় সুবিধা হলো এর বহুমুখিতা। জিন্সের সঙ্গে পরে ক্যাজুয়াল লুক, ট্রাউজার বা লেগিংসের সঙ্গে পরে অফিস লুক, আর স্কার্টের সঙ্গে পরে একেবারে ফেমিনিন লুক পাওয়া যায়। তাই এক টপস দিয়েই আপনি ভিন্ন ভিন্ন স্টাইল ক্যারি করতে পারবেন।
হালকা ফেব্রিকের টপস গরমে কেন জনপ্রিয়
গরমে অনেকেই ভারী পোশাক এড়িয়ে চলেন। এখানেই টপস হয়ে ওঠে সেরা চয়েস। কটন, লিনেন বা ভিসকস ফেব্রিকের টপস হালকা ও বাতাস চলাচলযোগ্য হয়, যা ঘাম শুষে নেয় এবং শরীরকে ঠান্ডা রাখে। এছাড়া ছোট স্লিভ বা স্লিভলেস ডিজাইনের টপস গরমে আরও আরামদায়ক। তাই গরমের ফ্যাশনে হালকা ফেব্রিকের টপস সবসময়ই জনপ্রিয় অপশন।
কুর্তি: ট্র্যাডিশনাল ছোঁয়ায় আরামদায়ক লুক
বাংলাদেশে গরমকালে মেয়েদের কাছে কুর্তি খুবই জনপ্রিয় পোশাক। কারণ এটা দেখতে যেমন ট্র্যাডিশনাল আর এলিগ্যান্ট, তেমনি পরতেও ভীষণ আরামদায়ক। অফিস, ক্লাস কিংবা ক্যাজুয়াল আড্ডা সব জায়গাতেই কুর্তি মানিয়ে যায়। বিশেষ করে যারা হালকা কিন্তু স্টাইলিশ পোশাক খুঁজছেন, তাদের জন্য মেয়েদের কুর্তি ড্রেস বা মেয়েদের কুর্তি জামা নিঃসন্দেহে সেরা বিকল্প।
ঢিলেঢালা কাটে সারাদিনের স্বস্তি
কুর্তির সবচেয়ে বড় সুবিধা হলো এর কাট। সাধারণত কুর্তি ঢিলেঢালা হয়ে থাকে, ফলে গরমে বাতাস চলাচল সহজ হয় এবং সারাদিন আরাম পাওয়া যায়। হাঁটাচলা বা ব্যস্ততায় অস্বস্তি লাগে না। তাই গরমে টাইট-ফিটেড পোশাকের বদলে কুর্তি অনেক বেশি কমফোর্টেবল অপশন।
কুর্তির ডিজাইন ও ফেব্রিকের ভিন্নতা
বর্তমানে বাজারে নানা ধরনের লেডিস কুর্তি ডিজাইন পাওয়া যায় যেমন – স্ট্রেট কাট, এ-লাইন, হাই-লো কিংবা ফ্লেয়ার্ড। নিজের শরীরের গঠন আর পছন্দ অনুযায়ী সহজেই বেছে নেওয়া যায়। আবার ফেব্রিকের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য। গরমের জন্য কটন, লিনেন, ভিসকসের মতো হালকা ফেব্রিকের মেয়েদের কুর্তি ডিজাইন বেশি জনপ্রিয়, যা সারাদিন ফ্রেশ রাখে।
ট্রেন্ডি কিছু খুঁজলে এখন অনেকেই খোঁজ করেন নতুন কুর্তি ডিজাইন। এতে থাকে আধুনিক কাট, প্রিন্টেড প্যাটার্ন বা এমব্রয়ডারি ডিটেইলস, যা একদিকে ট্র্যাডিশনাল লুক বজায় রাখে, আবার অন্যদিকে স্টাইলেও যোগ করে ভিন্নতা।
কোন পোশাক কাকে বেশি মানাবে?
প্রতিটি পোশাকেরই আলাদা সুবিধা আছে। তাই গরমে কোনটা বেছে নেবেন, সেটা নির্ভর করবে আপনার কাজ, জায়গা আর অনুষ্ঠানের ধরন অনুযায়ী। যেটা যেখানে সবচেয়ে ভালো মানাবে, সেটাই পরা উচিত।
দৈনন্দিন ব্যবহারে কোনটা বেছে নেবেন
রোজকার ব্যস্ততায় চাই এমন পোশাক যা সহজে পরা যায়, আরামদায়ক এবং ঘন ঘন ধোয়ার পরও টেকসই। এই ক্ষেত্রে সামার টিউনিক বা হালকা ফেব্রিকের মেয়েদের কুর্তি জামা ভালো অপশন। ঢিলেঢালা কাট আর কটন ফেব্রিকের কারণে এগুলো সারাদিন ব্যবহার করলেও বিরক্তিকর অস্বস্তি হয় না।
ফ্যামিলি ফাংশন বা অকেশনে কোনটা বেছে নেবেন
ফ্যামিলি ফাংশন, উৎসব বা ছোটখাটো পার্টিতে একটু সাজগোজের দরকার হয়। এসময় চাইলে এমব্রয়ডারি বা প্রিন্টেড টিউনিক বেছে নিতে পারেন। এগুলোতে একসাথে থাকে ট্র্যাডিশনাল আর স্টাইলিশ লুক। আবার চাইলে লং টিউনিকও পরতে পারেন, যা আপনাকে দেবে সেমি-ফরমাল লুক।
টুরে বা আউটিংয়ে কোনটা বেছে নেবেন
ট্রাভেল বা আড্ডায় বেশি দরকার কমফোর্ট আর সহজে মুভ করার সুবিধা। এ সময় টপস একেবারে পারফেক্ট। জিন্স, লেগিংস বা স্কার্টের সঙ্গে মিলিয়ে পরে সহজেই স্মার্ট লুক পাওয়া যায়। তবে যারা ঢিলেঢালা পোশাক পছন্দ করেন, তারা চাইলে লাইট ফেব্রিকের মেয়েদের কুর্তি ড্রেস বেছে নিতে পারেন।
গরমের দিনে পোশাক বাছাই মানেই আরাম আর স্টাইলের মধ্যে সঠিক ব্যালান্স খুঁজে নেওয়া। টিউনিক, টপস আর কুর্তি তিনটিই সুন্দর ও ব্যবহারিক পোশাক, শুধু পরিস্থিতি আর পছন্দ অনুযায়ী বেছে নিলেই হবে। অফিস বা ডেইলি রুটিনে সামার টিউনিক, আউটিংয়ে টপস আর ফ্যামিলি ফাংশনে নতুন কুর্তি ডিজাইন প্রতিটি জায়গায় মানিয়ে যাবে ভিন্ন ভিন্ন লুক। তাই গরমে নিজের আরামকে প্রাধান্য দিন, আর সেই সঙ্গে স্টাইলকেও রাখুন একদম অন-পয়েন্ট।
- ফাতেমাতুজ্জোহরা আফিয়া






