গ্রীষ্মের তাপে ভারী গয়না বা বড়সড় ব্যাগ নিয়ে বের হওয়া বেশ কষ্টের, তাই না? গরমের দিনে স্টাইলিশ থাকতে চাইলে বেছে নিন হালকা আর নরম এক্সেসরিজ। হালকা গয়না, মিনিমাল ব্যাগ, আর নরম স্কার্ফ বা হ্যাট দিয়ে খুব সহজেই তৈরি করা যায় একটা ঝরঝরে, নান্দনিক লুক। আরাম আর স্টাইল একসাথে চাইলে এই সামারের হালকা এক্সেসরিজগুলো হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড। চলুন, দেখে নেই কোন কোন এক্সেসরিজে এই গরমেও ফ্রেশ আর ফ্যাশনেবল থাকা যায়!
গ্রীষ্মে স্টাইলিশ থাকার সহজ উপায়
গরমকাল মানেই ঘেমে নেয়ে একাকার অবস্থা। এমন সময় স্টাইলের কথা ভাবতেই অনেকে ভয় পান। কিন্তু সত্যি বলতে, গরমে আরাম আর স্টাইল—দুটো একসাথেই সম্ভব, যদি কিছু বুদ্ধি করে চলা যায়। গ্রীষ্মে স্টাইলিশ থাকতে হলে সবকিছুর আগে গুরুত্ব দিতে হবে আরাম আর সাদামাটা সৌন্দর্যকে। ভারী জামাকাপড় বা বড়সড় গয়না এই সময়ে আপনার স্টাইলকে না বাড়িয়ে বরং অস্বস্তি বাড়াতে পারে। তাই বেছে নিন হালকা ফেব্রিকের পোশাক আর মিনিমাল এক্সেসরিজ(Accessories)।
গ্রীষ্মের জন্য পারফেক্ট হালকা গয়না
গরমের দিনে ভারী গয়না পরা শুধু অস্বস্তিরই কারণ নয়, বরং ঘামের কারণে চুলকানি, অ্যালার্জি বা ত্বকের জ্বালাপোড়াও হতে পারে। তাই এই সময় স্টাইল করতে চাইলে বেছে নিতে হবে হালকা, আরামদায়ক ও স্মার্ট গয়না। যেমন ছোট কানের দুল বা স্টাড, যা দেখতে যেমন সুন্দর, পরতেও তেমন আরামদায়ক। ছোট হুপসও বেশ ট্রেন্ডি আর গ্রীষ্মের জন্য একদম পারফেক্ট। গলায় মোটা চেইনের বদলে হালকা পাতলা চেইন বা লেয়ার করা নেকলেস অনেক বেশি মানায়। হাতেও ভারী চুড়ির বদলে একটা স্লিম ব্রেসলেট (Bracelet) কিংবা হালকা পাতলা চুড়ি (Bengals) দিয়েই হয়ে যায় পুরো লুকটা স্টাইলিশ। আঙুলে মোটা বা পাথর জোড়া রিং না পরে ছোট ও সাদামাটা রিং(Ring) পরলে থাকবেন একসাথে আরাম আর ফ্যাশনে।
গয়নার মেটেরিয়াল বেছে নেওয়ার সময় খেয়াল রাখুন যেন তা হালকা ও স্কিন-ফ্রেন্ডলি হয়। স্টেইনলেস স্টিল বা ব্রাসের গয়না যেমন টেকসই, তেমনই হালকা। কাঠ, কটন বা হ্যান্ডমেইড গয়নাও গ্রীষ্মে বেশ আরামদায়ক আর দেখতে ইউনিক। এছাড়া অ্যাক্রিলিক বা রেজিনের রঙিন গয়নাও গরমের মেজাজে আনন্দ যোগ করে। সব মিলিয়ে এমন গয়নাই বেছে নিন যা দেখতে স্টাইলিশ, কিন্তু শরীরে পরার সময় যেন বোঝাই না যায়!
ছোট ব্যাগেই হোক স্টাইলের বড় কথা
গরমের দিনে বড় ব্যাগ কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো বেশ ঝামেলার হয়ে দাঁড়ায়। ভারী ব্যাগ কাঁধে ঝুললে ঘাম জমে অস্বস্তি তো হয়ই, পাশাপাশি পুরো লুকটাও দেখতে ভারী লাগে। তাই গ্রীষ্মে স্টাইল আর আরামের সেরা সঙ্গী হতে পারে ছোট আর স্মার্ট ব্যাগ। ক্রসবডি ব্যাগ যেমন হালকা ও আরামদায়ক, আবার মিনিব্যাগে ফোন, টাকা, লিপবাম—যা দরকার সবই সহজে রাখা যায়। গরমের দিনে কটন বা ক্যানভাসের হালকা টোট ব্যাগও দারুণ একটা অপশন। আর সন্ধ্যার কোনো পার্টি বা গেট টুগেদারে স্টাইল বজায় রাখতে চাইলে হাতে ছোট একটা ক্লাচ ব্যাগ নিতে পারেন। রঙচঙে হোক বা মিনিমাল—ছোট একটা ক্লাচ আপনার লুকই বদলে দিতে পারে।
রঙ আর ডিজাইনের দিক থেকে গ্রীষ্মে হালকা রঙের ব্যাগ বেশি মানায়, যেমন সাদা, বেবি পিঙ্ক, মিন্ট, স্কাই ব্লু বা বেজ। চাইলে ফ্লোরাল প্রিন্ট বা সামার থিমের কোনো ফ্রেশ ডিজাইনের ব্যাগও বেছে নিতে পারেন। ছোট ব্যাগ কেবল আরামদায়কই নয়, বরং হাঁটাচলার সময় একটা হালকা মুভমেন্ট এনে দেয়, যা পুরো লুকে যোগ করে বাড়তি স্টাইলের ছোঁয়া। তাই গরমে স্টাইলিশ থাকতে চাইলে বড় ব্যাগের ঝামেলা না করে ছোট ব্যাগেই করে ফেলুন বড় ফ্যাশন স্টেটমেন্ট!
স্কার্ফ আর হ্যাট: আরাম আর স্টাইল একসাথে
গরমে রোদ আর ধুলোবালি থেকে বাঁচার জন্য যেমন কিছু দরকার, তেমনই চাই একটু স্টাইলও। স্কার্ফ আর হ্যাট—এই দুই একসাথে দিলে কাজ হয় দুটোই!
স্কার্ফ:
হালকা কটন বা লিনেনের স্কার্ফ (scarf) গলায় বা মাথায় পেঁচিয়ে নিলেই রোদের তাপ থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। আবার স্কার্ফকে ব্যাগে বেঁধে বা চুলে জড়িয়ে দিলে সেটাই হয়ে যায় এক সুন্দর ফ্যাশন অ্যাকসেসরি।
হ্যাট:
ব্রিম হ্যাট, ফ্লপি হ্যাট বা ফেডোরা—সব ধরণের হ্যাটই গরমে বেশ কাজে দেয়। রোদ থেকে মুখ বাঁচায় আর সঙ্গে যোগ করে এক ধরনের স্মার্টনেস। গরমের দিনে হ্যাট পরে বের হলে আপনার লুকটা একেবারে হালকা আর রিফ্রেশিং লাগবে।
স্টাইল টিপস:
চাইলে হালকা রঙের হ্যাট আর মিলিয়ে একটা প্রিন্টেড স্কার্ফ নিতে পারেন—দেখতেও ভালো লাগবে, আরামও পাবেন। বিশেষ করে রিসোর্ট ভ্যাকেশন বা দুপুরের আউটিংয়ে এই দুই অ্যাকসেসরিই হয়ে উঠতে পারে আপনার সেরা সাথী।
সামারের জন্য বেছে নিন ট্রেন্ডি সানগ্লাস
গ্রীষ্ম মানেই উজ্জ্বল রোদ, আর রোদ মানেই চোখের যত্ন জরুরি। আর চোখকে রোদ থেকে বাঁচানোর সঙ্গে সঙ্গে স্টাইলের ছোঁয়া দিতেও সানগ্লাসের জুড়ি নেই।
- UV প্রটেকশন আছে এমন সানগ্লাস গ্রীষ্মের জন্য একদম দরকারি। এতে চোখ সুরক্ষিত থাকে আর রোদের ঝলকানি থেকেও আরাম মেলে। হালকা ও স্লিম ফ্রেম বেছে নিলে দীর্ঘক্ষণ পরেও অস্বস্তি হয় না।
- আজকাল ক্যাট-আই, ওভাল, স্কয়ার বা রেট্রো স্টাইলের সানগ্লাস বেশ ট্রেন্ডি। নিজের মুখের আকার আর লুকের সঙ্গে মানিয়ে চলুন ফ্যাশনে এগিয়ে। চাইলেই রঙিন বা গ্র্যাডিয়েন্ট লেন্সেও আনতে পারেন এক্সট্রা স্টাইল।
- বিচ, পার্ক, ট্রাভেল, এমনকি প্রতিদিনের বাইরে যাওয়া—সব জায়গাতেই একটা ট্রেন্ডি সানগ্লাস আপনাকে দিবে রিফ্রেশ লুক আর চোখে প্রশান্তি।
গরমে আরাম আর স্টাইল—দুইই একসাথে!
সামারে স্টাইল করতে চাইলে শুধু পোশাক নয়, এক্সেসরিজেও রাখতে হয় একটু বুদ্ধি আর কেয়ারের ছোঁয়া। হালকা গয়না, ছোট ব্যাগ, স্কার্ফ, হ্যাট, ট্রেন্ডি সানগ্লাস—এই কয়েকটা জিনিস ঠিকভাবে মিলিয়ে পরলেই গরমে হয়ে উঠবেন পুরো স্টাইলিশ, একটুও অস্বস্তি ছাড়াই।
সঠিক রঙ, সঠিক ফেব্রিক আর সঠিক ডিজাইনের ছোট এক্সেসরিজ গ্রীষ্মের দিনে এনে দিতে পারে স্টাইলের সঙ্গে সঙ্গে আরামও। তাই গরমে স্টাইল করতে চাইলে বড় কিছু নয়—হোক ছোট ছোট এক্সেসরিজ (Accessories) দিয়েই বড় ফ্যাশন স্টেটমেন্ট!
- ফাতেমাতুজ্জোহরা আফিয়া