বছরজুড়ে কনের পোশাক

বছরজুড়ে কনের পোশাক

 

চলছে বিয়ের ভরা মৌসুম। বছর অন্তে শুরু হওয়া এই সিজনে বাঙালি নারীর পছন্দে উঠে এসেছে চিরচেনা কাতান, কাঞ্জিভরম, সিল্ক, মটকা ও বেনারসী শাড়ি। এরসাথে লক্ষনীয়ভাবে যোগ হয়েছে মসলিন, অরগাঞ্জা ও টিস্যুর বুনন। শাড়ির পাশাপাশি লেহেঙ্গা ও শারারাও ভালোই তাল মিলিয়েছে। কালার প্যালেটে লালের পাশাপাশি সোনালি, সবুজ, নীল ও গোলাপী রঙের শেডগুলি দিনদিন গাড় হয়েছে। গত বছর এবং চলতি সালের ফ্যাশন হালচাল এক নজরে দেখে নেয়া যাক লা রিভ ব্লগের এই লেখায়।

অস্বীকার করার যো নেই, আজকাল বাঙালি বিয়ের থিম, পোশাক আর কালার প্যালেটের ট্রেন্ড কেমন হবে, তার আঁচ পাওয়া যায় বলিউড এবং বাঙালি ডিজাইনার সব্যসাচীর ওয়েডিং কালেকশনে নজর রাখলে। ’২১ এর শেষে, অভিনেতা রাজকুমার রাওপত্নী পত্রলেখার বিয়ের ওড়নায় সব্যসাচী লিখলেন, ’আমার পরাণভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’ আর তাতেই দাঁড়িয়ে গেল বিয়ের তরতাজা নতুন এক ট্রেন্ড। শাড়ির রঙ যেমনই হোক, কনের ওড়নায় বাংলায় লেখা ভালোবাসার পংক্তি চাই’ই চাই। সেই ট্রেন্ড চলছে এখনো, ২০২৩ এর শুরুতে এসেও।

 

ছবি: সব্যসাচী মুখার্জি/ইন্সটাগ্রাম

পত্রলেখার বিয়ের পরপরই সবাই ধরে নিয়েছিলেন, এই বছর কনের শাড়ির রঙ হবে লাল-টুকটুকে লাল। ফারহান আখতার আর শিবানীর বিয়ের পোশাকও সেই ভাবনায় হাওয়া দিলো। ধারণা করা হচ্ছিলো, এই বছর ব্রাইডাল ডিজাইনে রাজত্ব করবে ক্রিমজন রেডের শেড, ডিজাইনে প্রাধান্য পাবে পশ্চিমা ফিউশন। গাউন ধাঁচের লঙ টপ, শারারা ধাঁচের প্রিন্টেড লেহেঙ্গা, কখনো আনারকলির ধাঁচ, এমন ডিজাইনগুলিই উঠে আসতে শুরু করেছিলো ফ্যাশনপ্রেমীদের টপ লিস্টে।

ছবি: ফারহান আখতার/ইন্সটাগ্রাম

ব্রাইডাল ফ্যাশনের খোলনলচে পুরোপুরি বদলে গেল বছরের মাঝামাঝিতে। অভিনেত্রী আলিয়া ভাট আর অভিনেতা রণবীর কাপুরের বিয়ের পোশাকের স্নিগ্ধ আভিজাত্য বদলে দিয়েছিলো ফ্যাশনপ্রেমীদের মন। লেহেঙ্গাকে পাশ কাটিয়ে আলিয়া বেছে নিয়েছিলেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা হ্যান্ড-ডাইড আইভরি অরগাঞ্জা শাড়ি। প্রজাপতি আর ফুলের মোটিফে বোনা শাড়িটির সাথে জোড়  মিলিয়েছে এম্ব্রয়ডারি করা হাতে বোনা টিস্যু ওড়না।

ছবি: আলিয়া ভাট/ইন্সগ্রাম

লক্ষনীয়ভাবেই, আলিয়ার বিয়ের পরপরই ২ বাংলার বিয়ের পোশাক রঙিন হয়েছে আইভরি আর প্যাস্টেলের শেডে। মিন্ট, পিচ, অফ হোয়াইট, ডাস্টি রোজ কিংবা লাইট গোল্ডেনেই বাঙালি নারীরা বৌ সেজেছেন। কেউ বেছে নিয়েছিলেন লেহেঙ্গা, কেউ শারারা, কেউ শাড়ি। স্নিগ্ধ কিন্তু অভিজাত রঙেই উৎসবের আমেজ  ছড়িয়েছেন বর এবং কনে, উভয়পক্ষই। এই মৌসুমের ওয়েডিং এক্সপো’র রানওয়েতেও এই রঙগুলিকে রাজত্ব করতে দেখা গেছে।

ছবি: ইন্টারনেট

২০২৩ সালে আবার বদলে গেছে বিয়ের পোশাকের রঙ। প্যাস্টেল ও লালের পাশাপাশি উজ্জল কমলা, সবুজ ও নীল রঙের প্রতি শাড়িপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। এই বছর ট্রাডিশনাল বুননেই ফিউশন ফিরিয়ে এনেছেন তাঁতিরা। কাতানের ধাঁচে বেনারসী, কখনো কাঞ্জিভরমের স্টাইলে কাতান বুনছেন তাঁরা। কখনো হাফসিল্কের শাড়িতে জুড়ে দিচ্ছেন কাতান পাড়। এর পাশাপাশি বিয়েতে পরার জন্য প্রিন্টেড মসলিনের দিকে ঝুঁকছেন ক্রেতারা।

ছবি: লা রিভ

যারা কটন পছন্দ করেন, তারা অনায়াসে বেছে নিচ্ছেন জামদানি কিংবা জামদানি মোটিফে বোনা সুতির শাড়িগুলি। চলতিধারায় মা এর পরা বিয়ের শাড়িও পরতে দেখা গেছে অনেককে। কেউ কেউ সেই শাড়ি কেটেই বের করে নিচ্ছেন হাল আমলের কোন ডিজাইন। কে জানে, মৌসুমের শেষে এই নস্টালজিয়াই হয়তো জন্ম দেবে নতুন কোন ট্রেন্ড। কী আসছে সামনে, তা দেখা এখন সময়ের অপেক্ষা মাত্র।

Download our app for the best experience Get the App
  • No products in the cart.
Filters
x
50% offer Hurry, Limited Time Offer!