ঈদে চাই নতুন শাড়ি কার জন‍্য কি ধরনের শাড়ি কিনবেন

ঈদে চাই নতুন শাড়ি
কার জন‍্য কি ধরনের শাড়ি কিনবেন

ঈদে শাড়ির রঙিন আয়োজন

ঈদ মানেই নতুন পোশাক, সাজগোজ আর আনন্দের উৎসব। আর বাঙালির ঈদ ফ্যাশনে শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাকের জায়গা কখনোই ফিকে হয় না। মা, খালা আর বৌ—পরিবারের এই তিন প্রিয় মানুষকে নিয়ে ঈদের দিনটা যেন আরও রঙিন হয়ে ওঠে। কিন্তু কেমন শাড়ি (Saree) হলে সবার জন্য কস্ফোর্টেবল, ট্রেন্ডি আর ঈদের আনন্দের সঙ্গে মানানসই হবে?

এই ব্লগে আমরা জানাবো ঈদে মা, খালা ও বৌয়ের জন্য শাড়ির স্টাইলিং আইডিয়া, ট্রেন্ডি কালেকশন ও আরামদায়ক ফেব্রিকের সেরা কিছু পরামর্শ। যাতে সবাই তাদের নিজস্ব স্টাইল বজায় রেখে দিব্যি ঈদের আনন্দ উপভোগ করতে পারেন!

ঈদের শাড়ির ট্রেন্ড

ঈদে শাড়ি পরা বাঙালি মহিলাদের জন্য এক বিশেষ আনন্দের বিষয়। তবে সময়ের সঙ্গে শাড়ির ট্রেন্ডও বদলাতে থাকে। এই বছর ঈদের শাড়িতে আধুনিকতার ছোঁয়া কিন্তু একই সঙ্গে ঐতিহ্যবাহী বৈশিষ্ট্যও রয়েছে। কিছু নতুন স্টাইল এসেছে, যা সবার নজর কেড়েছে। চলুন, দেখে নেওয়া যাক এবারের ঈদে কোন শাড়ি ট্রেন্ডগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়—

কাঁঠাল রঙের শাড়ি

কাঁঠাল রঙের শাড়ি এই ঈদে বেশ জনপ্রিয়। গোলাপি, সাদা বা লাল রঙের মতো প্রচলিত রঙের পাশাপাশি কাঁঠাল রঙের শাড়ি এবার নতুনভাবে স্টাইলিস্টদের তালিকায় এসেছে। বিশেষ করে কটন বা জামদানি শাড়ির কাঠাল রঙ খুবই জনপ্রিয়।

ফ্লোরাল প্রিন্ট শাড়ি

ফ্লোরাল প্রিন্ট শাড়ি

ঈদ মানেই রঙের ছোঁয়া, আর ফ্লোরাল প্রিন্ট শাড়ি রঙিন ফুলেল হাওয়া। এই শাড়ির ডিজাইনে ফুলের নকশা থাকে, যা গ্রীষ্মকালীন ঈদের জন্য পারফেক্ট। হালকা শিফন, সুতির শাড়ির সঙ্গে ফ্লোরাল প্রিন্ট অনেকেরই পছন্দ।

লাক্সারি সিল্ক শাড়ি

এবারের ঈদে সিল্ক শাড়ির একটা বিশেষ জায়গা রয়েছে। লাক্সারি সিল্ক শাড়ি আপনাকে দিবে এক জমকালো লুক, যা পুরো দিনের জন্য পারফেক্ট। বিভিন্ন সিল্কের শাড়ি, যেমন মহেশ্বরী বা চেন্নাই সিল্কের শাড়ি, এবারের ঈদের অন্যতম ট্রেন্ড।

রেট্রো শাড়ি

ঈদে কেউ যদি একটু ভিন্ন ধরনের শাড়ি চান, তবে রেট্রো শাড়ি বেছে নিতে পারেন। ১৯৫০-৬০ এর দশকের স্টাইল শাড়ি আবার ফিরে এসেছে ফ্যাশনে। ভিন্ন ধরনের প্যাটার্ন এবং সোজা কাটের শাড়ি এই ট্রেন্ডে বেশি দেখা যাচ্ছে।

থ্রি-ডি ফ্লাওয়ার শাড়ি

থ্রি-ডি ফ্লাওয়ার ডিজাইন শাড়ি এবারের ঈদে ট্রেন্ডি হয়ে উঠেছে। ফুলের নকশা যা ভেতর থেকে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে, তা শাড়ির সৌন্দর্য বাড়িয়ে দেয়। বিশেষভাবে ইফতার পার্টি বা রাতের দাওয়াতে পরতে পারেন এই শাড়ি।

এই বছর ঈদের শাড়িতে (Eid Saree Collection) আপনার পছন্দের ট্রেন্ড কোনটি, তা বেছে নিন। এই ট্রেন্ডগুলো আপনাকে দেয় এক নতুন এবং স্টাইলিশ লুক, যা ঈদের আনন্দ দ্বিগুণ করবে!

মা, খালার জন্য ক্লাসিক অথচ আরামদায়ক শাড়ি

মা, খালার জন্য ক্লাসিক অথচ আরামদায়ক শাড়ি

ঈদ মানেই সারা দিন সাজগোজ, রান্নাবান্না, অতিথি আপ্যায়ন আর আনন্দের উৎসব। মা কিংবা খালা—পরিবারের এই দুই গুরুত্বপূর্ণ মানুষ দিনের বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন। তাই তাঁদের জন্য এমন শাড়ি দরকার, যা পরতে সহজ, দেখতে ক্লাসিক, আর দীর্ঘক্ষণ পরে থাকলেও স্বস্তিদায়ক লাগে। চলুন জেনে নিই মা ও খালার জন্য সেরা কিছু ঈদ স্পেশাল শাড়ির ধরন—

১. কটন শাড়ি—সারা দিনের জন্য উপযুক্ত

গরমের দিনে হালকা ও আরামপ্রদ পোশাকের বিকল্প নেই। তাই মা ও খালার জন্য কটন শাড়ি দারুণ এক চয়েস। সুতি শাড়ি পরতে যেমন সহজ, তেমনই এটি শরীরে শিথিল অনুভূতি দেয়। ঈদে নরম রঙের হাতের কাজ করা বা প্রিন্টের কটন শাড়ি পরলে সারা দিন স্বচ্ছন্দে থাকা যাবে।

মসলিন শাড়ি—ঐতিহ্যের ছোঁয়া

২. মসলিন শাড়ি—ঐতিহ্যের ছোঁয়া

ঈদের সাজে মসলিনের মতো নরম আর রাজকীয় শাড়ি খুব ভালো মানিয়। মা বা খালা যদি একটু হালকা ও নরম কাপড়ের শাড়ি চান, তবে মসলিন পারফেক্ট। এতে ঘরোয়া ঈদ আয়োজনেও সহজে নড়াচড়া করা যায়, আবার অতিথিদের সামনে দারুণ গ্রেসফুলও দেখায়।

৩. জামদানি শাড়ি—ঐতিহ্য আর স্বাচ্ছন্দ্যের মিশ্রণ

ঈদে মা বা খালার জন্য সবচেয়ে সুন্দর ও চিরন্তন পছন্দ হতে পারে জামদানি। এটি দেখতে অভিজাত, আবার ভারী কাজ না থাকায় সারা দিন পরেও ক্লান্তি লাগে না। বিশেষ করে ধূসর, অফ-হোয়াইট, হালকা গোলাপি বা ফিরোজা জামদানি হলে ঈদের সাজ আরও দৃষ্টিনন্দন হবে।

সঠিক রঙ ও ডিজাইন বেছে নেওয়া

মা ও খালার জন্য শাড়ি বাছাই করার সময় শুধু ফেব্রিক নয়, রঙ ও ডিজাইনও গুরুত্বপূর্ণ। সাধারণত নরম, মিষ্টি ও হালকা রঙ তাঁদের জন্য ভালো মানিয়ে যায়। ঈদের দিনের জন্য ক্রীম, পিচ, মেরুন, হালকা নীল বা সবুজ শাড়ি দারুণ হতে পারে।

মা ও খালার ঈদের শাড়ি এমন হওয়া দরকার, যাতে তাঁরা সারাদিনের ব্যস্ততা সামলেও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে পারেন। সঠিক ফেব্রিক, রঙ ও ডিজাইন বেছে নিলে ঈদের আনন্দ হবে আরও উপভোগ্য!

বোন ও বৌয়ের জন্য ট্রেন্ডি ও গ্ল্যামারাস ঈদ শাড়ির লুক

বোন ও বৌয়ের জন্য ট্রেন্ডি ও গ্ল্যামারাস ঈদ শাড়ির লুক

ঈদে বোনের জন্য চাই কিউট ও ট্রেন্ডি লুক, আর বৌয়ের জন্য চাই গ্ল্যামারাস সাজ! দুজনেরই ফ্যাশন সেন্স আলাদা, কিন্তু একটা জায়গায় মিল রয়েছে—তারা দুজনেই স্টাইলের সঙ্গে কোনো কমপ্রোমাইজ করতে চায় না। চলুন, দেখে নিই ঈদের জন্য কোন শাড়ির লুক তাঁদের জন্য পারফেক্ট হতে পারে।

১. বোনের জন্য ইয়ুথফুল ও স্টাইলিশ শাড়ি

বোন যদি তরুণ হন, তাহলে ঈদের জন্য সফট শিফন বা জর্জেটের প্রিন্টেড শাড়ি হতে পারে দারুণ চয়েস। ছোট ছোট ফ্লোরাল ডিজাইন, অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন বা ব্লক প্রিন্ট এই সিজনে বেশ জনপ্রিয়। এগুলো দেখতে আধুনিক, পরতেও সহজ এবং দিনের বেলা বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির জন্য একদম পারফেক্ট।

অর্গানজা শাড়ির ট্রেন্ড এখন তুঙ্গে! হালকা ও হাওয়ায় ওড়ে এমন শাড়ি যারা ভালোবাসে, তাঁদের জন্য পেস্টেল রঙের অর্গানজা শাড়ি একদম ঠিকঠাক। বিশেষ করে হালকা পিচ, ল্যাভেন্ডার, মিন্ট গ্রীন বা অফ-হোয়াইটের ওপর এমব্রয়ডারি কাজ করা ডিজাইন বোনকে দিবে সফিস্টিকেটেড অথচ কিউট লুক।

বৌয়ের জন্য গ্ল্যামারাস ও রিচ লুক

২. রাতের দাওয়াতের জন্য গ্ল্যামারাস ও রিচ লুক

ঈদের রাতের দাওয়াত মানেই জমকালো সাজসজ্জা! গ্ল্যামারাস ও রিচ লুক পেতে ব্রোকেড সিল্ক, বেনারসি বা হেভি এমব্রয়ডারি করা কাতান শাড়ি একদম পারফেক্ট। গাঢ় রঙের শাড়ি—যেমন রেড, মেরুন, ডিপ ব্লু বা এমারেল্ড গ্রিন—রাতের আলোর সঙ্গে মানিয়ে আপনার উপস্থিতিকে আরও নজরকাড়া করে তুলবে।

সন্ধ্যার দাওয়াত বা ঈদের নৈশভোজে বৌ যদি একটু স্টেটমেন্ট লুক চায়, তবে সিকুইন বা শিমারি শাড়ির বিকল্প নেই। গোল্ড, রোজ গোল্ড, সিলভার বা ডিপ ওয়াইন কালারের গ্লসি শাড়ি তাঁকে পার্টি-কুইন বানিয়ে তুলবে। সঙ্গে মিনিমাল জুয়েলারি রাখলেই পুরো লুক কমপ্লিট হবে।

শাড়ির সঙ্গে কন্ট্রাস্ট ব্লাউজ পরলে লুক আরও আকর্ষণীয় হয়ে ওঠে। যেমন, রেড শাড়ির সঙ্গে ব্ল্যাক বা গোল্ড ব্লাউজ, প্যাস্টেল শাড়ির সঙ্গে ভারী এমব্রয়ডারি ব্লাউজ বা সিল্ক শাড়ির সঙ্গে স্লিভলেস সাটিন ব্লাউজ—এই স্টাইলগুলো এখন বেশ ট্রেন্ডে রয়েছে।

সাজ ও অ্যাকসেসরিজ—যা কমপ্লিট করবে ঈদের লুক

  • বোনের জন্য হালকা ও ন্যাচারাল মেকআপ ভালো মানাবে, সাথে স্মার্ট একটা হ্যান্ডব্যাগ
  • বৌয়ের জন্য স্লিক বান বা ওপেন কার্লি হেয়ার, কুন্দন বা পোলকি জুয়েলারি আর স্টেটমেন্ট ক্লাচ

বোন হোক বা বৌ—তাঁদের ঈদ লুক হওয়া উচিত নিজেদের মত, যা তাঁদের ব্যক্তিত্ব ও স্টাইল ফুটিয়ে তোলে। ঠিকমতো শাড়ির ফেব্রিক, রঙ আর অ্যাকসেসরিজ ম্যাচ করলে ঈদে তাঁদের লুক হবে নজরকাড়া!

বিশেষ টিপস: এলিগ্যান্সের ছোঁয়ায় একরঙা শাড়ি

বিশেষ টিপস: এলিগ্যান্সের ছোঁয়ায় একরঙা শাড়ি

একরঙা শাড়ির সৌন্দর্য কখনোই ফিকে হয় না—এটি মিনিমাল হলেও দারুণ ক্লাসি। ঈদে মা, খালা ও বৌয়ের জন্য একরঙা শাড়ি হতে পারে স্টাইলিশ ও সময়োপযোগী চয়েস। গাঢ় লাল, টিল ব্লু বা সবুজের মতো দীপ্তিময় রঙ বেছে নিলে পাওয়া যাবে ঐতিহ্যবাহী লুক, আর সফট পিচ, অফ-হোয়াইট বা ল্যাভেন্ডার শেড হলে তৈরি হবে নরম ও মিস্টি আভা। ঈদের আয়োজনে একরঙা শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ আর গয়না মিলিয়ে নিলেই মিলবে পরিপূর্ণ ফেস্টিভ লুক!

একরঙা শাড়ির সঙ্গে এখন উজ্জ্বল রঙে নকশাদার ব্লাউজ বেশ জনপ্রিয়। ঝলমলে মোটিফ, কনট্রাস্ট প্রিন্ট বা সূচিকর্মের ব্লাউজ যোগ করলে পুরো লুক হয়ে উঠবে আরও আকর্ষণীয়। ঈদের আয়োজনে শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ আর গয়না মিলিয়ে নিলেই মিলবে পরিপূর্ণ ফেস্টিভ লুক!

 

এলিগ্যান্সের ছোঁয়ায় একরঙা শাড়ি

ঈদের আনন্দ সবার জন্য স্পেশাল, আর ঠিকঠাক শাড়ি বেছে নিলে সেই আনন্দ আরও রঙিন হয়ে ওঠে। মা, খালা, বোন বা বৌ—প্রত্যেকের জন্য স্টাইল আর কমফোর্ট মাথায় রেখে শাড়ি বাছাই করলে ঈদের দিনটাও হয়ে উঠবে আরও উপভোগ্য। তাই নিজের পছন্দ আর ট্রেন্ডের সঙ্গে মানানসই শাড়ি বেছে নিয়ে এবারের ঈদ উদযাপন করুন সবচেয়ে সুন্দর আর স্টাইলিশভাবে!

  • ফাতেমাতুজ্জোহরা আফিয়া
Download our app for the best experience Get the App
  • No products in the cart.
Filters
x
50% offer Hurry, Limited Time Offer!