রোদ-বৃষ্টির দিনে আলমারিতে রাখা কাপড়ের যত্ন

রোদ-বৃষ্টির দিনে আলমারিতে রাখা কাপড়ের যত্ন

কাপড়ের যত্ন

কখনো ভ্যাপসা গরম, কখনো হঠাৎ বৃষ্টি। মৌসুমের এই সময়টায় বিড়ম্বনায় পড়তে হয় যখন তখন। বিশেষ করে পোশাক নিয়ে। এমন সময়ে পোশাক পরিষ্কার আর শুকনো রাখাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারওপর বাতাসের আর্দ্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ে ছত্রাক, দাগ আর পোকামাকড়ের উপদ্রব। রোদ-বৃষ্টির এমন সময়ে কাপড়ের বিশেষ যত্ন প্রয়োজন। শুধু নিত্যদিনের পোশাক নয়, ক্লজেট বা কাপড় রাখার আলমারি ম্যানেজমেন্টেও চাই মনোযোগ। সঠিকভাবে যত্ন নিলে সারাবছরই আপনার প্রিয় পোশাক শুকনো এবং সুরক্ষিত রাখা সম্ভব। চলুন এই নিয়ে কিছু ব্যবহারিক ও কার্যকর উপায় জেনে নেয়া যাক।

১. আর্দ্রতা প্রতিরোধে সিলিকা জেল

কাপড়ের আর্দ্রতা প্রতিরোধে সিলিকা জেল

কাপড় নষ্ট হওয়ার প্রধান কারনগুলোর একটি হলো আর্দ্রতা। স্যাঁতস্যাতে কাপড়, আর্দ্র বাতাস এমনকি দেয়ালের ফুটো দিয়েও ক্লজেটে আর্দ্রতা প্রবেশ করতে পারে। এমন সম্ভাবনা প্রতিরোধে সিলিকা জেল হতে পারে কাপড় ও ক্লজেট শুষ্ক রাখার সবচেয়ে কার্যকর উপায়।

সোডিয়াম সিলিকেট থেকে কৃত্রিমভাবে তৈরি করা সিলিকন ডাই অক্সাইডের একটি বিশেষ রূপকেই সিলিকা জেল বলা হয়। দেখতে কাঁচের মত স্বচ্ছ, ছিদ্রযুক্ত, এবং ভঙ্গুর। কিন্তু সিলিকা জেলের আর্দ্রতা শুষে নেয়ার ক্ষমতা অসাধারণ! ছোট ছোট পাউচে ভরা সিলিকা জেলের কয়েকটি স্যাশে আপনার ক্লজেটকে অনেকদিন শুষ্ক রাখবে। নতুন জুতো কিংবা ব্যাগের মধ্যে সিলিকা জেলের ছোট ছোট স্যাশে দেখেছেন নিশ্চয়ই। আজকাল অনলাইনেও সিলিকা জেলের প্যাকেট বেশ সাশ্রয়ী মূল্যে কিনতে পাওয়া যায়। ক্লজেট বা আলমারির কোনায় সিলিকা জেলের প্যাকেট রাখতে পারেন, এবং কাপড়ের ভাঁজে। মাসখানেক পরে নতুন প্যাকেট দিয়ে পরিবর্তন করতে পারেন। অথবা, সূর্যের আলো বা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে পারবেন। এভাবে একই প্যাকেট অনেকদিন ব্যবহার করতে পারবেন।

২. কাপড় সম্পূর্ণ শুষ্ক রাখুন

কাপড় শুকানো

ক্লজেট গোছানোর হুড়োহুড়িতে অনেকেই এই বিষয়টি এড়িয়ে যাই। কাপড় কখনোই সম্পূর্ণ না শুকিয়ে ক্লজেটে তুলবেন না। অনেক সময় দেখা যায় কলার ও কাফ হালকা ভেজা থেকেই যায়। একটু মোটা কাপড়ের পোশাক যেমন জিন্স (Jeans) , তোয়ালে, সুতির শাড়ির (Cotton Saree) ক্ষেত্রেও এই একই সমস্যা দেখা যায়। একটু স্যাঁতস্যাতে ভাবেই ঘটতে পারে বিপত্তি। ক্লজেটের বদ্ধ পরিবেশে ছত্রাক, র‌্যাশ বাড়ানোর ব্যাকটেরিয়া খুব দ্রুত ছড়ায়। ফলশ্রুতিকে ইচিং, র‌্যাশের মত ত্বকের সমস্যা বাড়ে, আর আনুপাতিক হারে কমতে পারে কাপড়ের আয়ুষ্কাল।

অনেকেই কাপড় শুকানোর জন্য পর্যাপ্ত আলো বাতাস পান না। শহরে কাপড় শুকানোর একমাত্র জায়গা হয়ে ওঠে বারান্দা। কিন্তু বৃষ্টির দিনে কী করা? সেক্ষেত্রে জানালার কাছাকাছি কাপড় শুকানোর ইনডোর ড্রায়িং র‌্যাকে কাপড় ঝুলিয়ে দিতে পারেন। আর্দ্রতা কমাতে অনেকেই বাসায় ডি-হিউমিডিফায়ার ব্যবহার করেন, র‌্যাক রাখতে পারেন তার আশেপাশেই। ফ্যান চলছে এমন রুমে রেখেও কাপড় শুকিয়ে নিতে পারেন। জামদানি, সিল্ক শাড়ি, হাফসিল্কের পোশাক মাসে অন্তত একবার এপিঠ-ওপিঠ করে রোদে শুকিয়ে নেয়ার চেষ্টা করবেন।

৩. কাপড় সুরক্ষার উপকরণ ব্যবহার করুন

কাপড় সুরক্ষার উপকরণ

রোদ-গরমের এই সময় ক্লজেটে সিলভারফিস, মথ আর তেলাপোকার মত কীট ও পোকামাকড়ের উপদ্রব বাড়ে। অন্ধকার, স্যাঁতস্যাতে পরিবেশে এরা সংখ্যায় দ্রুত বাড়ে এবং ক্লজেটে থাকা কাপড়ের সর্বনাশ করতে পারে মুহুর্তেই। ন্যাচারাল ফাইবার যেমন সুতি, উল আর সিল্কের কাপড়ের প্রতি এরা বেশি আকর্ষিত হয়। এ ধরনের পোকামাকড় থেকে ক্লজেটের কাপড়ের সুরক্ষায় ন্যাপথলিনের ব্যবহার শত বছর থেকে চলে আসছে। যারা ন্যাপথলিনের কড়া গন্ধ নিতে পারেন না তারা ল্যাভেন্ডার স্যাশে, কর্পুর ব্লক অথবা সিডার ব্লক ব্যবহার করতে পারেন। এগুলোর সবই আজকাল ঘরে বসেই কিনতে পাওয়া যায়। শুকনো নিমপাতা সুতির কাপড়ে পুটলি বেঁধেও কাপড়ের ভাঁজ আর ক্লজেট কর্নারে রেখে দিতে পারেন। প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে এরচেয়ে সহজ আর সাশ্রয়ী উপায় নেই বললেই চলে।

৪. ছত্রাক পড়েই গেলে কী করবেন?

কাপড়ের ছত্রাক পরিষ্কার করা

কাপড়ে ছত্রাক খুঁজে পেলে যতদ্রুত সম্ভব পরিষ্কার করার ব্যবস্থা নিন। ছত্রাক বা মোল্ড শুধু কাপড় নষ্ট করে না। বরং কাঠের ক্লজেটের প্যানেলেও ছড়িয়ে পড়তে পারে। ক্ষেত্রবিশেষে শ্বাসকষ্টের সমস্যাও বাড়িয়ে তুলতে পারে।

কাপড় বা কাঠের ছত্রাক পরিষ্কার করার জন্য কুসুম গরম পানিতে হালকা ডিটারজেন্ট গুলে নিন। আরেকটি পরিষ্কার কাপড় বা স্পঞ্জ ডুবিয়ে আক্রান্ত স্থানটি আলতো করে ঘষুন। আরেকটি ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন, তারপর সুর্যের আলো বা বাতাসে শুকিয়ে নিন। কোন একটি পোশাকে মোল্ড খুঁজে পেলে তার আশেপাশের কাপড়ও চেক করুন। মোল্ড ছড়িয়ে পড়লে পুরো কাপড়ই ধুয়ে, কড়কড়ে রোদে শুকিয়ে নিতে হবে।

কাপড়ে ছত্রাক দেখলে ক্লজেটও পরীক্ষা করুন। চেক করুন ক্লজেটেও ছড়িয়েছে কীনা। ক্লজেটের জন্য পাতলা হোয়াইট ভিনেগার বা অ্যান্টি-মোল্ড স্প্রে ব্যবহার করতে পারেন। ক্লজেট পুনরায় ব্যবহার করার আগে নিশ্চিত হয়ে নিন পুরোপুরি শুকনো আছে কীনা।

৫. ক্লজেটের এয়ার-ফ্লো বাড়ান

ক্লজেটে এয়ার-ফ্লো বাড়ানো

এয়ার-ফ্লো বা বায়ুপ্রবাহ সম্পূর্ণ বন্ধ থাকলে ক্লজেটে আর্দ্রতা আরো বাড়ে। সম্ভব হলে, ক্লজেটে এয়ার-ফ্লো বাড়ানোর চেষ্টা করুন। দিনের বেলা আলমারি সামান্য খোলা রাখতে পারেন যেন বাতাস চলাচল করতে পারে। ছোট ছোট সেকশনে, একটু ফাঁকা রেখে কাপড় রাখুন। ঠেঁষে রাখলে ফাঙ্গাসের সম্ভাবনাও তৈরি হয়। সম্ভব হলে পেছনে এয়ার প্যানেল আছে এমন ক্লজেট বাছাই করুন। বড় ওয়াক-ইন আলমারি বা স্টোরেজ রুমের জন্য মিনি ডিহিউমিডিফায়ার ব্যবহার করুন।

৬. কোন কাপড়ে কেমন যত্ন

কাপড়ের যত্ন

রোদ-বর্ষায় কী পরছেন তার মতোই ক্লজেটে কী জমিয়ে রাখছেন তাও গুরুত্বপূর্ণ। সুতি, সিল্ক, শিফন এবং লিনেন কাপড় এমন আবহাওয়ায় নষ্ট হয় সবচেয়ে বেশি। তাই

প্লাস্টিকের পরিবর্তে ব্রিদেবল সুতির কভারে দামি পোশাক মুড়িয়ে রাখুন, এতে করে আর্দ্রতা জমে যাবে না। নিয়মিত ব্যবহার না করা পার্টি পোশাকের (Party Dress) জন্য ভ্যাকুয়াম-সিল করা ব্যাগ ব্যবহার করুন, তবে সিল করার আগে নিশ্চিত করুন যে সেগুলি শতভাগ শুষ্ক। বিভিন্ন সিজনের পোশাকগুলো ঘুরেফিরে পরার চেষ্টা করুন, যেন কোনটাই অনেকদিন এক জায়গায় ভাঁজ হয়ে পড়ে না থাকে।

সুতির কভারে দামি পোশাক মুড়িয়ে রাখুন

রোদ-গরমে ক্লজেট ও কাপড়ের যত্ন নেয়া খুব একটা জটিল কাজ নয়। একটু ধারাবাহিক রুটিন চেক আর খেয়াল রাখাই যথেষ্ট। আর্দ্রতা, ছত্রাক আর পোকামাকড় প্রতিরোধের সঠিক উপকরণ, শুকানোর সঠিক কৌশল, নিয়মিত পরিষ্কার ও গোছানো রাখার অভ্যাস এবং ভালো বায়ূ চলাচলের মাধ্যমে এই সময়েও কাপড় শুকনো, পরিষ্কার ও দীর্ঘস্থায়ী করা যাবে সহজেই।

  • খাদিজা ফাল্গুনী
Download our app for the best experience Get the App
  • No products in the cart.
Filters
x
50% offer Hurry, Limited Time Offer!