লা রিভে সবাই ‘লাকি’! |

লা রিভে সবাই ‘লাকি’!

২০০৯ এ পথচলার শুরু। একে একে পেরিয়েছে ১৩টি বছর! পোশাকে স্বপ্নের প্রতিফলন ঘটানোর স্বপ্নে বিভোর এই যাত্রায় লা রিভ পাশে পেয়েছে অগণিত মানুষের ভালোবাসা, সমর্থন এবং উৎসাহ। ১৩ বছর পরে লা রিভের উপলব্ধি সেই ১৩তে পা দেয়া দুরন্ত কিশোর বা কিশোরীর মতোই। সৃজনশীল, কিছুটা আবেগী, কিন্তু স্বপ্নপূরণের প্রত্যয়ে উন্মুখ।

১৩ বছরপূর্তির এই আনন্দ লা রিভ ভাগ করে নিতে চায় সবার সাথে। এই উপলক্ষ্যেই লা রিভের সকল স্টোর ও অনলাইনে দারুণ উৎসাহে চলছে লাকি হওয়ার উৎসব! লা রিভের প্রতিটি স্টোরে রাখা হয়েছে লাকি স্ক্র‌্যাচকার্ড। প্রতি স্ক্র‌্যাচে ক্রেতারা পাচ্ছেন ৩টি লাকি ডিসকাউন্ট। লাকি ১৩%, ডবল লাকি ২৬% এবং ট্রিপল লাকি হলেই ক্রেতা পেয়ে যাচ্ছেন ৩৯% পর্যন্ত ছাড়। নারী, পুরুষ ও শিশুদের সকল নতুন পোশাক ও অনুষঙ্গে এই ছাড় পাওয়া যাচ্ছে। যারা ঘরে বসে কেনাকাটা করতে চান, তাদের জন্যে লা রিভের ওয়েবসাইট www.lerevecraze.com এ রাখা হয়েছে ফ্ল্যাট ১৩% ছাড়ে কেনাকাটার সুযোগ।

’থার-টিন’ বছরপূর্তির এই মুহুর্তকে স্মরণীয় করে রাখতে এই বছরই লা রিভ ‘টিন কালেকশন’ নামে একটি সম্পূর্ণ পোশাক লাইন লঞ্চ করেছে। টিন বা কিশোর-কিশোরীদের এই কালেকশনে পাওয়া যাচ্ছে বয়স উপযোগি টিউনিক, টিশার্ট, ওভেন ও নিট টপস, কামিজ, শার্ট, পাঞ্জাবি, পোলো এবং বটমস। যেকোন ক্যাজুয়াল ও পার্টিতে এই ট্রেন্ডি পোশাকগুলো কিশোর-কিশোরীদের আরাম ও আত্মবিশ্বাস, দুটোই এনে দেবে। সম্মানিত গ্রাহকরা আগামী ২২ অক্টোবর পযর্ন্ত লা রিভের এই লাকি স্ক্র‌্যাচকার্ড সারপ্রাইজটি উপভোগ করতে পারবেন। বিস্তারিত জানতে লগইন করুন লা রিভের অফিসিয়াল ফেসবুক পেইজ www.facebook.com/lerevecraze

Download our app for the best experience Get the App
  • No products in the cart.
Filters
x
50% offer Hurry, Limited Time Offer!